২১ অক্টোবর বসছে সংসদের শেষ অধিবেশন
নিউজ ডেস্ক।। দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শুরু হচ্ছে ২১ অক্টোবর। এটি বর্তমান সংসদের শেষ অধিবেশন। এদিন বিকাল সাড়ে ৪টায় বৈঠক শুরু হবে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সাংবিধানিক ক্ষমতাবলে বৃহস্পতিবার এ অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আসন্ন এই অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এর সময়সূচি নির্ধারণ করা হবে। এবারের অধিবেশন খুবই সংক্ষিপ্ত হবে। আগামী ৩১ অক্টোবর থেকে একাদশ সংসদ নির্বাচনের ৯০দিনের কাউনডাউন শুরু হবে। এরআগেই অধিবেশন শেষ হবে বলে জানা গেছে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর ২২তম অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। তবে, জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য মেয়াদ শেষের ৯০দিনের মধ্যে ৬০ দিনের মধ্যে সংসদ অধিবেশন বসার বিধানের বাধ্যবাধকতা নেই।
এ জাতীয় আরও খবর

কলকাতায় রেলস্টেশনে ওভারব্রিজ দূর্ঘটনায় নিহত ২, আহত ১৭

হিমালয়ান ‘ভায়াগ্রা’ নিয়ে চীন-নেপাল মারামারি! দাম সোনার তিনগুণ!
