বুধবার, ২৪শে অক্টোবর, ২০১৮ ইং ৯ই কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ

সাফের সেমিফাইনালে উঠতে যা করতে হবে বাংলাদেশকে

ঘরের মাঠে চলমান সাফ গেমসে ভুটান এবং পাকিস্তানকে হারিয়ে উড়ছে স্বাগতিক বাংলাদেশ। বহুদিন পর ফুটবলে যেন ফিরে এসেছে নতুন প্রাণের জোয়ার। গ্যালারি ভরে উঠছে দর্শকে। ৯ বছর পর সাফ গেমসের আরেকটি সেমিফাইনাল খেলার পথে বাংলাদেশ। এজন্য আগামীকাল শনিবারের ম্যাচে নেপালকে হারাতে হবে। ড্র করলেও চলবে। তা না হলে অপেক্ষা করছে জটিল সমীকরণ।

দুই ম্যাচে বাংলাদেশ গোল করেছে ৩টি। একটিও গোল খায়নি। ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে লাল-সবুজের দল। এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেপাল। হিমালয় কন্যার সমান পয়েন্ট পেয়েও গোল ব্যবধানের কারণে তিন নম্বর পজিশনে আছে পাকিস্তান। ভুটানের বিদায় নিশ্চিত হয়ে গেছে প্রায়। সমস্যাটা হলো, শীর্ষ তিন দলেরই একটি করে ম্যাচ বাকী আছে। হিসাবের মারপ্যাঁচে তিন দলেরই সেমিফাইনাল খেলার সুযোগও থাকছে!

শনিবার নেপাল যদি বাংলাদেশকে হারিয়ে দেয়, আর পাকিস্তান যদি ভুটানকে হারায় তবে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের পয়েন্ট হবে সমান ৬। সেক্ষেত্রে বিবেচনায় আসবে গোলের হিসাব। বাংলাদেশের গোল ব্যবধান +৩। ২ গোল খেলেও নেপালকে ৫ গোল দিয়ে সমান +৩ গোল ব্যবধান পাকিস্তানের। শনিবারের ম্যাচে যদি বাংলাদেশ হারে, এবং পরবর্তী ম্যাচে যদি পাকিস্তান জিতে যায়, তবে বাদ পড়ে যাবে বাংলাদেশ!

সুতরাং নেপালের বিপক্ষে হারের কোনো সুযোগ নেই বাংলাদেশের সামনে। জিততে হবে অথবা ড্র করে ১ পয়েন্ট সংগ্রহ করতে হবে। গত দুই ম্যাচে বাংলাদেশের যা পারফরমেন্স, তাতে জয়ের আশা করাটা এতটুকুও বাড়াবাড়ি নয়।

এ জাতীয় আরও খবর

টাইগারদের চোখ সিরিজে

রাব্বীর আরেকটি সুযোগ পাওয়া উচিত : মাশরাফি

শ্রীলঙ্কার অর্ধেক রানও করতে পারল না ইংল্যান্ড

ক্রিকেট ওভাবে হয় না, মাশরাফির এক জবাব

সাকিবও জানেন না কবে ফিরবেন

বাংলাদেশেই বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে : ব্রেন্ডন টেইলর

আগে সিরিজ নিশ্চিত, এরপর দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা!

ইনজুরি নিয়েই খেলছেন মাশরাফি

মোস্তাফিজকে ঘিরে অনিশ্চয়তা