নাসিরনগরে নৌকা ডুবে নিহত ২ শিশু
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : নাসিরনগরে বেমালিয়া নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এঘনায় দুই জনের দুই জন শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার ( ৩ সেপ্টেম্বর) বিকালে সরাইলের ধরন্তি ঘাট থেকে ৫০/৬০ জন যাত্রী নিয়ে ইঞ্জিন চালিতো নৌকাটি চাতলপাড়ের ইছাপুর যাওয়ার পথে বেমালিয়া নদীর দক্ষিণ ধানতলিয়া এলাকায় নৌকার ডুবির ঘটনা ঘটে। এসময় নৌকায় থাকা আরও ১০ জন যাত্রী আহত হয়েছে।
খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ফুলকারকান্দি গ্রামের গোলজার মিয়া ছেলে আলভী(৭)ও কুলিকুন্ডা গ্রামের সরাজ মিয়ার ছেলে ইনতাজ মিয়া(৫)এর মরদেহ উদ্ধার করে। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন।
এছাড়াও বড়নগরের আবদুর রাশিদের একটি গরুও মারা যায়। থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর এ তথ্য নিশ্চিত করে জানান তবে কেউ নিখোঁজ নেই।
এ জাতীয় আরও খবর

কলকাতায় রেলস্টেশনে ওভারব্রিজ দূর্ঘটনায় নিহত ২, আহত ১৭

যতই দিন যাবে, রক্তপাত বৃদ্ধি পাবে: অলি
