ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসে নৌকাবাইচে অংশ নেওয়া মাঝির মৃত্যু
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণাবড়িয়ার তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেওয়া হৃদরোগে আক্রান্ত হয়ে জাহের মিয়া (৪০) নামে এক মাঝির মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার তিতাস নদীর শিমরাইলকান্দি এলাকা থেকে প্রতিযোগিতা শুরু হওয়ার কিছুক্ষণ পর এ ঘটনা ঘটে। মাঝি জাহের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বাঘাহাতা গ্রামের আরজু মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, সোনার তরী নামক প্রতিযোগিতায় অংশ নেয়া একটি নৌকায় ছিলেন। তিনি বুকে ব্যাথা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
এ জাতীয় আরও খবর

কলকাতায় রেলস্টেশনে ওভারব্রিজ দূর্ঘটনায় নিহত ২, আহত ১৭

যতই দিন যাবে, রক্তপাত বৃদ্ধি পাবে: অলি
