ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর হাতে ৪ সন্তানের জননীকে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর বিরুদ্ধে ৪ সন্তানের জননীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোর রাতে সদর উপজেলার সুহিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধুর নাম জোসনা বেগম(৪২)। তার স্বজনরা জানান, জোসনার স্বামী আব্দুস সাত্তার মাদকসেবী ছিল। মাদকের টাকার জন্য স্ত্রীকে প্রায় নির্যাতন করত।
আরও : মুস্তাফিজকে সামলাতেই ওয়ালশের বিপত্তি!
সোমবার দিনের বেলায় টাকাপয়সা নিয়ে কথা কাটাকাটি হয়।পরে রাত ২টায় স্বামী তার কয়েকজন সহযোগীকে নিয়ে উপর্যপুরি ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় সদর হাসপাতালে আনার পর চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর পূর্বে জোসনা তার ঘাতকদের নাম পরিচয় উল্লেখ করেছে বলে স্বজনরা জানিয়েছে।
এ ব্যাপারে সদর মডেল থানার ওসি তদন্ত মোঃ জিয়াউল হক বলেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে আনা হয়েছে।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।