অবশেষে একফ্রেমে অপু-বাপ্পি
বিনোদন প্রতিবেদক : ঢালিউডের জনপ্রিয় তারকা অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী। তারা একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন-এমন খবরে বহুবার মুখরিত হয়েছে ঢালিউড পাড়া। কিন্তু বাস্তবতার পাখায় হাওয়া লাগেনি। কারণ মহরত বা দু-একদিন শুটিং হয়েও অনেক ছবির কাজ বন্ধ হয়ে যায়। অনেকেই ধারণা করেছেন শেষ পর্যন্ত ছবির কাজ হবে না। সব সমালোচনার মুখে কুলুপ এঁটে একফ্রেমে দাঁড়ালেন তারা। শুরু করলেন নতুন ছবির কাজ।
আরও : মুস্তাফিজকে সামলাতেই ওয়ালশের বিপত্তি!
কাজটি সম্ভব করলেন পরিচালক দেবাশিষ বিশ্বাস। তার নির্দেশনায় গতকাল মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির শুটিং করলেন অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী।
এ সম্পর্কে পরিচালক দেবাশিষ বিশ্বাস বলেন, ‘আমার এই ছবির মাধ্যমেই দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফিরলেন অপু বিশ্বাস। আমার বিশ্বাস, বাপ্পি-অপু জুটিকে দর্শকদের ভালো লাগবে।’
এ জাতীয় আরও খবর
