বর্ষবরণ অনুষ্ঠানে পালকিতে মন্ত্রীকে বরণ করলো র্যাব
ডেস্ক রিপোর্ট : ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন করলো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।শনিবার রাজধানীর উত্তরায় র্যাবের সদরদপ্তরের শহীদ লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ মেমোরিয়াল হলে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। তবে এর আয়োজক ছিল রাজধানীর টিকাটুলি এলাকার র্যাব-৩।বর্ষবরণ অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল । তাকে বরণে বাহিনীটির আয়োজন ছিল ব্যতিক্রম। সোনালী রঙের একটি খোলা পালকির ব্যবস্থা করে মন্ত্রীকে কাঁধে করে নিয়ে গেছেন র্যাব কর্মীরা।গাড়ির চলনের আগে দেশে সম্ভ্রান্ত শ্রেণি বা সম্পদশালীদের চলাচলে ব্যবহার করা হতো এই পালকি। এটি গ্রামীণ ঐতিহ্য হিসেবে বিবেচনা করেই মন্ত্রীর পাশাপাশি র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদকেও একইভাবে বরণ করেছেন বাহিনীটির সদস্যরা।
দুপুর একটার দিকে প্রধান অতিথি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যখন অনুষ্ঠানস্থলে যান। আর তিনি গাড়ি থেকে নামার পর তাকে মঞ্চে নেয়া হয় পালকিতে করে।মন্ত্রীর মতো পালকিতে করে যান র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদও। তাকেও একইভাবে মঞ্চে তোলা হয়। আর মঞ্চে স্বরাষ্ট্রমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানান বেনজীর আহমেদ।মন্ত্রীকে বহন করা গাঢ় নীল পোশাক পরা বেহারাও সবাই র্যাব সদস্য। আশেপাশে থাকা সবাই তখন সে দৃশ্য ক্যামেরাবন্দি করেন।বর্ষবরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পর মধ্যাহ্নভোজনেও অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।পালকি সংযোজনের কারণ সম্পর্কে র্যাব-৩ এর অধিনায়ক এমরানুল হাসান বলেন, এটা গ্রাম বাংলার ঐতিহ্য। সে জন্যই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং র্যাবের ডিজি মদোহয়কে পালকিতে চড়ানো হয়েছে। এখন থেকে প্রতি বছর আমরা এমন আয়োজন রাখার চেষ্টা করব।