‘সৃজনশীল মেধা অন্বেষণ’ প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগে প্রথম স্থানে অর্জন করেছে নাসিরনগরের দীপ্তি চৌধুরী
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : সরকার ঘোষিত দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ভাষা ও সাহিত্যে চট্টগ্রাম বিভাগে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে নাসিরনগরের গর্ব,উপজেলার সদরের শিবলী চৌধুরীর মেয়ে দীপ্তি চৌধুরী । ওই প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে। নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রি দীপ্তি চৌধুরী বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।
স্বর্ণকিশোরী দীপ্তি চৌধুরী ২০১৬ সালে জেএসসি ও ২০১৩ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। এছাড়াও ২০১৬ সালে বর্ষসেরা স্বর্ণকিশোরী নিবার্চিত হয়। এবং ২০১৭-১৮ সালে পর পর দু‘বার ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ট শিক্ষার্থী নির্বাচিত হয়।