শুক্রবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০১৮ ইং ১১ই ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার আনন্দ মাটি করল আইসিসি !

নিউজিল্যান্ডকে বুধবার অকল্যান্ডে ফাইনালে হারিয়ে দেখার মতো উৎসব শুরু করল অস্ট্রেলিয়া দল। ট্রান্স-তাসমান ত্রিদেশীয় সিরিজের ট্রফি জয়ের আনন্দের সাথে জড়িয়ে ছিল কখনো না পাওয়া এক অর্জনের স্বাদ।

ইডেন পার্কের উৎসবরত দলটি জানত, তারা প্রথমবারের মতো টি-টুয়েন্টি বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ১ নম্বর দল হয়ে গেছে। ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসিই কয়েকদিন আগে হিসেব নিকেশ করে এই কথা জানিয়েছিল। কিন্তু এদিন সংশয় দেখা দেয় ফাইনালের পর। পরে আইসিসি জানায়, একটা ভুল হয়ে গেছে। আসলে পাকিস্তান এখনো ১ নম্বরে। অস্ট্রেলিয়া ভগ্নাংশের ব্যবধানে ২ নম্বরেই রয়ে গেছে!

ট্রান্স-তাসমান ট্রফির শুরুতে আইসিসির একজন মুখপাত্রকে উদ্ধৃত করে বিশ্ব মিডিয়ায় এসেছিল সংবাদটি। বলা হয়েছিল, এই আসরে অপরাজিত থেকে শিরোপা জিততে পারলে অস্ট্রেলিয়া প্রথমবার এক নম্বর হয়ে যাবে টি-টুয়েন্টি বিশ্ব র‍্যাঙ্কিংয়ে। সেই অনুযায়ী উৎসব হলো অস্ট্রেলিয়া দলের। বিশ্ব মিডিয়ায় তাদের এক নম্বরে উঠে যাওয়ার খবর হলো।  বার্তা সংস্থা এএফপির করা সংবাদ থেকে পাঠককে অস্ট্রেলিয়ার ১ নম্বর হওয়ার খবর দিল।

কিন্তু এরপরও আইসিসির ওয়েব সাইটে পাকিস্তানকে কেন এক নম্বর দেখাচ্ছে? কেনই বা পয়েন্ট বাড়লেও অস্ট্রেলিয়া দুই নম্বরে?

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

ইউরোপা লিগে সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গেল পুলিশের

নিদাহাস ট্রফি থেকে ছিটকে গেলেন গুনারত্নে

তামিম ব্যর্থ, পেশাওয়ারকে হারাল মুলতান

ক্যান্সারের সঙ্গে লড়তে সক্ষম কালো টমেটো

এবার লজ্জার রেকর্ড গড়লেন চাহাল

বিনোদন খাতেই ৫ লাখ কোটি টাকার বিনিয়োগ সৌদির