অস্ট্রেলিয়ার আনন্দ মাটি করল আইসিসি !
নিউজিল্যান্ডকে বুধবার অকল্যান্ডে ফাইনালে হারিয়ে দেখার মতো উৎসব শুরু করল অস্ট্রেলিয়া দল। ট্রান্স-তাসমান ত্রিদেশীয় সিরিজের ট্রফি জয়ের আনন্দের সাথে জড়িয়ে ছিল কখনো না পাওয়া এক অর্জনের স্বাদ।
ইডেন পার্কের উৎসবরত দলটি জানত, তারা প্রথমবারের মতো টি-টুয়েন্টি বিশ্ব র্যাঙ্কিংয়ের ১ নম্বর দল হয়ে গেছে। ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসিই কয়েকদিন আগে হিসেব নিকেশ করে এই কথা জানিয়েছিল। কিন্তু এদিন সংশয় দেখা দেয় ফাইনালের পর। পরে আইসিসি জানায়, একটা ভুল হয়ে গেছে। আসলে পাকিস্তান এখনো ১ নম্বরে। অস্ট্রেলিয়া ভগ্নাংশের ব্যবধানে ২ নম্বরেই রয়ে গেছে!
কিন্তু এরপরও আইসিসির ওয়েব সাইটে পাকিস্তানকে কেন এক নম্বর দেখাচ্ছে? কেনই বা পয়েন্ট বাড়লেও অস্ট্রেলিয়া দুই নম্বরে?