একুশের প্রথম প্রহরে বাগেরহাট শহীদ মিনারে মানুষের ঢল
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে ঢল নামে জেলার সর্বস্তরের জনগনের।
মঙ্গলবার দিনগত রাত ১২টা ১ মিনিট থেকে বাগেরহাট শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য, জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান টুকুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শহীদ মিনারে এসে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।
এর আগে রাত ১১টা থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, প্রশাসনের বিভিন্ন দফতর, বাগেরহাট প্রেসক্লাব জাতীয় সাংবাদিক সংস্হা.বাগেরহাট ইয়ুথ জার্নালিস্টস ফোরাম,বাগেরহাট অনলাইন রিপোর্টাস ইউনিটি.দৈনিক আমাদের অর্থনীতি.দক্ষিণাঞ্চল অনলাইন সাংবাদিক ফোরাম.বাংলাদেশ অনলাইন ইয়াং সাংবাদিক ফোরাম.দৈনিক শিক্ষা, জয় বাংলাভিশন,ওয়ার্ল্ডপ্রেস২৪.কম.ব্যাংক-বিমা, শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রমিক সংগঠন ফুল নিয়ে উপস্থিত হতে থাকেন শহীদ মিনার চত্ত্বরে।
রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনতার উপস্থিতি।থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, প্রশাসনের বিভিন্ন দপ্তর, ব্যাংক-বীমা, শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রমিক সংগঠন র্যালি নিয়ে উপস্থিত হন শহরের থানা রোডস্থ শহীদ মিনার চত্ত্বরে।চলতে থাকে দেশাত্মবোধক গান ও আবৃত্তি।