শুক্রবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০১৮ ইং ১১ই ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

দুর্নীতিবাজদের বিষয়ে কোনো ছাড় নেই : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি ও দুর্নীতি অভিশাপের বিরুদ্ধে শেখ হাসিনা লড়াই করছেন। দুর্নীতির অভিশাপ থেকে দেশকে উদ্ধারের চেষ্টা করছেন। দুর্নীতিবাজ, জঙ্গিবাদ, যুদ্ধপরাধ, আগুন সন্ত্রাস নেত্রীর বিষয়ে কোনো ছাড় নেই। এখন আর কোনো দুর্নীতিবাজ রেহাই পাবে না। এমনকি ঘরকাটা ইঁদুরও ছাড় পাবে না।

আজ বুধবার দুপুরে তথ্যমন্ত্রী নীলফামারীর জলঢাকা উপজেলার জিরো পয়েন্টে উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট বাংলাদেশের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। ওরা পিছু হটে গেলেও এখনো আত্মসমর্পণ করেনি। আমরা যুদ্ধের চশমা দিয়ে নির্বাচন দেখছি।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রাঙ্গা, কেন্দ্রীয় নেতা খাদেমুল ইসলাম বক্তব্য দেন।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

আ.লীগ প্রার্থীর পক্ষে প্রচারণা, বিএনপি নেতা বহিষ্কার

চালের দাম আরেক দফা বাড়লো

মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ আর নেই

অর্থ প্রতিমন্ত্রীসহ সহস্রাধিক যাত্রী নিয়ে উপবন লাইনচ্যুত

যে কারণে ভারতের পরিবর্তে চীনের পক্ষে ডিএসই

হজে অনিয়ম, প্রতারণা: ২১ এজেন্সিকে অব্যাহতি