শুক্রবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০১৮ ইং ১১ই ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

নওগাঁয় ওভারব্রিজে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা ৪ যাত্রী নিহত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রানীনগরে ওভারব্রিজে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা চার যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নওগাঁ জেলার সাপাহার থানার মালিপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আমিনুল ইসলাম (৩০),দিনাজপুর চিরিরবন্দর থানার বড় হাশিমপুর ডাক্তার পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (১৯), পার্বতীপুর থানার চৈতাপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মনিরুজ্জামান (২২) এবং পঞ্চগড় জেলার বোদা থানার তিতোপাড়া গ্রামের রমজান আলীর ছেলে আপেল মাহমুদ (২৬)।

সান্তাহার জিআরপি থানার এসআই মতিউর রহমান বলেন, নিহতরা সবাই ঢাকার পোশাক শ্রমিক। আগামী তিন দিন ছুটি থাকায় ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে তারা গ্রামের বাড়ি ফিরছিলেন। বুধবার রাত ৩টার দিকে ট্রেন নওগাঁর রানীননগর স্টেশনে অতিক্রম করার সময় ট্রেনের ছাদে থাকা চার যাত্রী ওভারব্রিজে ধাক্কা লেগে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

আ.লীগ প্রার্থীর পক্ষে প্রচারণা, বিএনপি নেতা বহিষ্কার

চালের দাম আরেক দফা বাড়লো

অর্থ প্রতিমন্ত্রীসহ সহস্রাধিক যাত্রী নিয়ে উপবন লাইনচ্যুত

হজে অনিয়ম, প্রতারণা: ২১ এজেন্সিকে অব্যাহতি

‘গভীর রাতে সরকারি রাস্তার কাজ করা যাবে না,এটা কোথায় লিখা আছে ?’–নজরুল চেয়ারম্যান

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে হাতির আক্রমণে নিহত ২