শুক্রবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০১৮ ইং ১১ই ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ

প্রতি দুই সপ্তাহে হারিয়ে যাচ্ছে একটি ভাষা : ইউনেস্কো

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউনেস্কোর মহাপরিচালক অড্রে অ্যাজুলাই এক বিবৃতিতে বলেছেন, প্রতি দুই সপ্তাহে বিশ্বের বুক থেকে হারিয়ে যাচ্ছে একটি করে ভাষা। এই ভাষার সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে মানুষের ইতিহাস ও সংস্কৃতির একটি অংশ।

বিবৃতিতে টেকসই উন্নয়নের জন্য ভাষাগত বৈচিত্র্য ও বহুভাষা অপরিহার্য উল্লেখ করে ইউনেস্কো জানিয়েছে, বিশ্বের বুক থেকে প্রতিনিয়ত ভাষা হারিয়ে যাচ্ছে। কাজেই হারিয়ে যাওয়ার হাত থেকে ভাষা রক্ষায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে।

বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে ইউনেস্কো মহাপরিচালক মাতৃভাষার গুরুত্ব তুলে ধরতে গিয়ে নেলসন ম্যান্ডেলার একটি উক্তি উল্লেখ করেন তার বার্তায়।ম্যান্ডেলা বলেছিলেন, ‘যখন আপনি কোনো ভাষায় কাউকে কিছু বলেন, তা তার মগজে পৌঁছায়, সে তা বুঝতে পারে। কিন্তু যখন তার নিজের ভাষায় বলেন, তখন তা তার হৃদয়ে পৌঁছায়।’

পাশাপাশি দিনটির গুরুত্ব তুলে ধরে সদস্য সব রাষ্ট্রকে তা যথাযথভাবে পালনের আহ্বান জানায় ইউনেস্কো।

উল্লেখ্য, বাঙালির ভাষার অধিকার আদায়ের দিন একুশে ফেব্রুয়ারিকে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়। ফলে মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির আত্মত্যাগের দিবসটি এখন বিশ্বের সব ভাষাভাষীর অধিকার রক্ষার দিন।

দিবসটি পালনে প্যারিসে সংস্থার সদর দপ্তরেও বুধবার একটি সংলাপ আয়োজন করা হয়েছে, যার শিরোনাম দেওয়া হয়েছে, আমার ভাষা,আমার সম্পদ।

Print Friendly, PDF & Email

এ জাতীয় আরও খবর

আ.লীগ প্রার্থীর পক্ষে প্রচারণা, বিএনপি নেতা বহিষ্কার

চালের দাম আরেক দফা বাড়লো

মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ আর নেই

অর্থ প্রতিমন্ত্রীসহ সহস্রাধিক যাত্রী নিয়ে উপবন লাইনচ্যুত

যে কারণে ভারতের পরিবর্তে চীনের পক্ষে ডিএসই

হজে অনিয়ম, প্রতারণা: ২১ এজেন্সিকে অব্যাহতি