আজ ব্রাহ্মণবাড়িয়া থিয়েটারের বঙ্গবন্ধু স্কয়ারে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন
নিজস্ব প্রতিনিধি : আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া থিয়েটার বঙ্গবন্ধু স্কয়ারে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি থাকবেন মাধ্যমিক উচ্চমাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক গ্রেড-১ (অবঃ) প্রফেসর ফাহিমা খাতুন। আলোচক থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন রেজা, কথা সাহিত্যিক দীপু মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এড. মোঃ নাসির। স্বজন সম্মাননা পাবেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সফল সমাজসেবক জননেতা আল মামুন সরকার। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বরেণ্য চলচ্চিত্রকার ও নাট্যকার মাসুম রেজা।
অনুষ্ঠানমালায় রয়েছে- সকাল ৮টা ৩০ মিনিটে মুক্তিযুদ্ধের স্থিরচিত্র প্রদর্শনী উদ্বোধন, বিকেল ৩টায় আলোচনা পর্ব। সাংস্কৃতিক পর্বের রয়েছে- নাটক: আদম টেস্ট, রচনায় মাসুম রেজা, নির্দেশনায় মিজানুর রহমান শিশির। নাটক : সোনার বাংলা অপেরা, রচনা ও নির্দেশনায় চন্দন রেজা। অনুষ্ঠানে সকলের সানুগ্রহ উপস্থিতি কামনা করেন ব্রাহ্মণবাড়িয়া থিয়েটারের প্রধান সমন্বয়ক মিজানুর রহমান শিশির।