ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে গাঁজা উদ্ধার, আটক ১
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্ট্রেশনে ট্রেন থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সে সময় ট্রেনে মাদক পাচারের দায়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সে জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকার মোহম্মদ মিলন মিয়ার ছেলে আমির হোসেন প্র: আবুল (২৫)।
জেলা মাদক নিয়ন্ত্রণ পরিদর্শক দেওয়ান মোহম্মদ জিল্লুর রহমান জানান, আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্ট্রেশনে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগ্রামী চট্রলা এক্সপ্রেস ট্রেনের ন-বগিতে গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে একটি ব্যাগে ৫কেজি করে ২ প্যাকেটে ১০ কেজি আর হলুদ ব্যাগে ২কেজি মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় মাদক পাচারের দায়ে মাদক ব্যবসায়ী আবুলকে আটক করা হয়েছে। এ ঘটনায় আখাউড়া জিআরপি থানায় মামলা দায়ের করা হচ্ছে।
এ জাতীয় আরও খবর

নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

নাসিরনগরে মাদক বিরোধী র্যালি

নাসিরনগরে সোয়ানের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রীসহ বস্ত্র বিতরন

ব্রাহ্মণশাসনে বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল
