৩৭তম বিসিএস মৌখিক পরীক্ষা বুধবার থেকে শুরু
---
নিজস্ব প্রতিবেদক: ৩৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা বুধবার থেকে হচ্ছে। প্রতিদিন সকাল সাড়ে ১০টায় আগারগাঁস্থ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, মধ্য ডিসেম্বর পর্যন্ত প্রথমভাগের মৌখিক পরীক্ষা চলবে। তারপর দ্বিতীয় ভাগের মৌখিক পরীক্ষা শুরু হবে।
গত ২৫ অক্টোবর ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৫হাজার ৩৭৯জন। ৩৭তম বিসিএসে উত্তীর্ণ ৫ হাজার ৩৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে সাধারণ ক্যাডারে ২ হাজার ৯৪৩জন, সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারে ১ হাজার ৭০১ জন এবং কারিগরি/পেশাগত ক্যাডারে ৭৩৫ জন রয়েছেন।
৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় চলতি বছরের ২৩ মে। গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।