সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০১৭ ইং ২০শে অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের চাপে হাফিজ সাঈদ আবার গ্রেপ্তার

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ৩০, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের চাপে আবার গ্রেপ্তার করা হয়েছে পাকিস্তানভিত্তিক উগ্রবাদী সংগঠন লস্কর-ই-তাইয়েবার অন্যতম প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদকে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

লাহোরের আদালত গৃহবন্দিত্ব থেকে মুক্তি দেয়ার ঠিক এক সপ্তাহ পর বৃহস্পতিবার পুনরায় গ্রেপ্তার করা হলো হাফিয সাঈদকে। তাকে ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার অন্যতম সন্দেহভাজন পরিকল্পনাকারী মনে করে ভারত।

গত সপ্তাহে সাঈদের মুক্তির একদিন পরই গভীর উদ্বেগ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জানিয়ে দেয়া হয়, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে লস্কর-ই-তাইয়েবার ওই নেতাকে। শুধু মার্কিন প্রশাসনই নয়, তোলপাড় শুরু হয়ে যায় যুক্তরাষ্ট্রের থিঙ্ক-ট্যাঙ্ক সংস্থাগুলিতেও। সাঈদকে আবার গ্রেপ্তার করা না হলে ন্যাটো জোটের বাইরে থাকা দেশগুলির মধ্যে পাকিস্তানকে যে বিশেষ সুবিধা ও মর্যাদা দেয় যুক্তরাষ্ট্র, তা প্রত্যাহার করে নেয়ার দাবিও জোরালো হয়ে ওঠে। ভারতের তরফেও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।