রাজশাহীতে পুলিশের গাড়ি ভাংচুর : গ্রেফতার ৫
AmaderBrahmanbaria.COM
নভেম্বর ২৮, ২০১৭
---
পাপন সরকার শুভ্র,রাজশাহী : রাজশাহী নগরীতে পুলিশের গাড়ি ভাংচুর ও হামলার ঘটনা দুই পুলিশ সদস্য আহত
হয়েছেন। এসময় পুলিশকে বহনকারী মাইক্রোবাসটি ভাঙচুর করা হয়।
গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর আসাম কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
এঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, কলোনীর খোরশেদ আলম (৭০), স্ত্রী মমতাজ বেগম (৬০),
ছেলে আলামিন (১৯), শামিমা (২১) ও নাসরিণ
(৪০) তারা সবাই একই এলাকার বাসিন্দা।
পুলিশের ওপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে বলে,
নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ জানান।
তিনি আরো বলেন, পাওনা টাকা আদায় করতে আসাম কলোনি এলাকায় ধলু মিয়া নামে এক
যুবক এলাকার আরেক যুবককে আটকিয়ে রেখেছিলেন। এমন খবরে শিরোইল পুলিশ ফাঁড়ির
ছয়জন পুলিশ ওই যুবককে উদ্ধার করতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে
ধলুসহ তার কয়েকজন পুলিশের ওপর হামলা চালায়। এসময় লাঠির আঘাতে পুলিশকে
বহনকারী মাইক্রোবাসের কাচ ভেঙে ফেলা হয়। পরে খবর পেয়ে অতিরিক্ত
পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
হামলায় আহত দুই পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশের ওপর
হামলায় পাঁচজনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।