বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০১৭ ইং ১৬ই অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া কবর থেকে মহিলার লাশ উত্তোলন

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ২৮, ২০১৭

---

সরাইল প্রতিনিধি : সরাইলে কবর থেকে আফিয়া বেগম নামে এক মহিলার লাশ উত্তোলন করা হয়েছে।আদালতের নির্দেশে মঙ্গলবার দুপুর ১২ টায় নির্বাহী ম্যজিষ্ট্রট সরাইল উপজেলা কমিশনার(ভুমি) মো: ইকবাল হোসেন এর উপস্থিথিতে এই লাশ উত্তোলন করা হয়। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করেছে।
সরাইল সদর উপজেলার দক্ষিণ আরিফাইল গ্রামের আবুল কাশেমের স্ত্রী আফিয়া বেগম(৬৫) এর সাথে রাশিদ মিয়ার দীর্ঘদিন যাবত ভিটি বাড়ির জায়গা নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা চলে আসছে। গত ১৮ নভেম্বর সকালে একই গ্রামের তাহের মিয়ার বাড়িতে তাদের বিরোধ নিষ্পত্তির জন্য এক সালিশ সভা বসে। সভা চলাকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংর্ঘষ চলাকালে বুকে ইটের ঢিল পড়ে আহত হয় আফিয়া বেগম। আহত আফিয়াকে প্রথমে সরাইলে ও পরে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৯ নভেম্বর রোববার সকালে আফিয়া মারা যায়।ঘটনাটি মিমাংশার আশ্বাসে রবিবার বিকালেই তরিঘরি করে আফিয়ার লাশ দাফন করা হয়।

এই ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূইয়া জানান,  ২১ নভেম্বর নিহতের মেয়ে মিনা বেগম বাদী হয়ে সরাইল থানা মামলা দায়ের করেন। তদন্তকারি কর্মকর্তার আবেদনের  পরিপেক্ষিতে আদালত কবর থেকে লাশ উত্তোলন করে ময়না তদন্ত করার আদেশ দেন। এদিকে মামলার ২নং আসামী আত্তার হোসেনকে সরাইল থানা পুলিশ আটক করেছে ।লাশ ময়না তদন্তের জন্য জেলা সদরে পাঠানো হয়েছে। রির্পোট হাতে পেলেই পরবর্তী ব্যবস্হা নেওয়া হবে।