ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংর্ঘষে আহত ২০
---
সন্তোষ সূএধর, আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়ায় এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুপক্ষের সংর্ঘষে অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা যায়। তাক্ষৎণিক আহতের নাম পরিচয় জানা যায়নি। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। পরর্তীতে পুলিশ গিয়ে পরিস্হিতি শান্ত করে।
এলাকাবাসি ও পুলিশ সূএে জানা যায়, আশুগঞ্জের শরীয়পুর ইউনিয়নের( দ:)তারুয়া গ্রামের চৌধুরী বাড়ির বিল্লাল ও চিলোকুট পাড়ার ভূইয়া বাড়ির শামীমের মোরগের খামারের ময়লা ফালানো নিয়ে গত রোববার কথাকাটি হয়। এরই জের ধরে আজ মঙ্গলবার বিকাল চারটার দিকে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২০জন আহত হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বদরুল আলম জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষের সংর্ঘের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্হিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনা স্হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।