ইংলিশ ক্রিকেটারদের বেলতলায় যাওয়া নিষিদ্ধ!
---
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে চলছে উত্তেজনাপূর্ণ অ্যাশেজ সিরিজ। সেই উত্তেজনা ক্রিকেটার থেকে শুরু করে সাবেক এবং দর্শকদের মাঝেও ছড়িয়ে গেছে।
প্রথম ম্যাচে স্মিথ বাহিনীর কাছে খুব বাজেভাবে হেরেছে জো রুটের দল। এমতাবস্থায় ক্রিকেটারদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলেস ক্রিকেট বোর্ড। এখন থেকে রুট-কুকদের বেলতলায় যাওয়া নিষিদ্ধ!
‘বেলতলা’ বিষয়টা একটু পরিস্কার করা দরকার এখন। দুই মাস আগে ইংলিশ অল-রাউন্ডার বেন স্টোকসের কাণ্ড নিশ্চয়ই মনে আছে পাঠকদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের মাঝেই রাতের বেলা পানশালায় গিয়ে মারামারিতে জড়িয়ে পড়ন মেজাজী এই ক্রিকেটার। এ জন্য তাকে গ্রেপ্তার হতে হয়েছে। দল থেকে বাদ পড়তে হয়েছে। ইংল্যান্ড যখন অ্যাশেজ খেলছে, তখন দলের অত্যাবশ্যকীয় একজন স্টোকস মামলার ঝামেলা সামলাচ্ছেন!
এই হচ্ছে বেলতলার ঘটনা। কথায় আছে, ‘ন্যাড়া দুবার বেলতলায় যায় না।
‘ ইংলিশ ক্রিকেটাররা বোধহয় এই বাংলা প্রবাদটি জানেন না। তা না হলে অস্ট্রেলিয়া এসেও আরেক কাণ্ড ঘটিয়ে বসলেন জনি বেয়ারস্টো। ঘটনাস্থল সেই মদ্যপানের আসর। মানে বেলতলা। পার্থের ওই পানশালায় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফটকে জিনেদিন জিদানের স্টাইলে ‘ঢুস’ মেরে বসেন জনি বেয়ারস্টো! অবশ্য এই ঘটনা বড় কিছু না হলেও সামান্যতম ঝুঁকি নিতে রাজী নয় ইসিবি।
এসব কারণেই ‘ন্যাড়া’দের ‘বেলতলা’য় যাওয়াই নিষিদ্ধ করে দিল ইংলিশ ক্রিকেট বোর্ড। এই কঠিন সিদ্ধান্ত দিয়েছেন সাবেক অধিনায়ক এবং বর্তমান টিম ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রস। নির্দেশনা অনুযায়ী এখন থেকে রাত ১২টার পর কোনো ইংলিশ ক্রিকেটার হোটেল রুমের বাইরে থাকতে পারবেন না। যে কারণে নাইটক্লাবের মজাটাও নিতে পারবেন না তারা। এতে ক্রিকেটাররা মন খারাপ করলেও শৃঙ্খলা নিয়ে অন্যদের কথা শোনার হাত থেকে বেঁচে গেল ইসিবি।