নাসিরনগরে ইউপি সচিবের বিরুদ্ধে অভিযোগ
AmaderBrahmanbaria.COM
নভেম্বর ২৮, ২০১৭
---
আকতার হোসেন ভুইয়া ,নাসিরনগর : নাসিরনগর উপজেলার ১৩নং ধরমন্ডল ইউনিয়ন পরিষদে কর্মরত সচিব অমূল্য চন্দ্র দেবনাথের বিরুদ্ধে অফিস ফাঁকি দেয়ার কারণ দেখিয়ে অভিযোগ করেছেন এলাকাবাসী। অভিযোগ সূত্রে জানা যায়, ইউপি সচিব অমূল্য চন্দ্র দেবনাথ প্রায় দেড় বছর পূর্বে ধরমন্ডল ইউনিয়ন পরিষদের যোগদান করেন।যোগদানের পর থেকেই নিজের খেয়াল খুশি মতে অফিসে আসা যাওয়া করেন,ফলে এলাকার সাধারন জনগন জম্ম নিবন্ধন,ওয়ারিশ সার্টিফিকেটসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা হতে বঞ্চিত এবং যথা সময়ে সচিবকে অফিসে না পেয়ে হয়রানির স্বীকার হচ্ছেন প্রতিনিয়ত।
এ রকম অভিযোগ এনে ধরমন্ডল ইউপি ১৫ জনের স্বাক্ষরিত একটি অভিযোগ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দিয়েছেন বলে অভিযোগ কারীরা জানান ।
অভিযুক্ত ইউপি সচিব অমূল্য চন্দ্র দেবনাথ তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অভিযোগের সত্যতা নাই বলে দাবী করেন।
ইউপি চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করলে সচিব নিয়মিত অফিস করেন দাবি করে তিনি বলেন একটি স্বার্থান্বেষী মহল সচিবের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।
অভিযুক্ত ইউপি সচিব অমূল্য চন্দ্র দেবনাথ তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অভিযোগের সত্যতা নাই বলে দাবী করেন।
ইউপি চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করলে সচিব নিয়মিত অফিস করেন দাবি করে তিনি বলেন একটি স্বার্থান্বেষী মহল সচিবের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।