বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০১৭ ইং ১৬ই অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

বিশ্ব উদ্যোক্তা সম্মেলনে যোগ দিতে ভারতে ইভাঙ্কা

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ২৮, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক : গ্লোবাল এন্ট্রিপ্রিনিউরশিপ সামিট-এ যোগ দিতে ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে তথা পরামর্শদাতা ইভাঙ্কা ট্রাম্প।

টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক্সক্লুসিভ সাক্ষাৎ‌কারে তিনি জানালেন, ‘বিশ্বের অন্যতম বৃহৎ‌ গণতন্ত্রের দুই দেশ ভারত ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে আরও অনেক কিছু করা উচিত। আর্থিক উন্নতি, সংস্কার, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ও নিরাপত্তা ক্ষেত্রকে মজবুত করতে পারস্পরিক আদানপ্রদানের মতো বিষয়গুলি আমরা একে অপরের সঙ্গে শেয়ার করতে পারি।’

ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ তেলেঙ্গানার রাজধানী হায়দ্রবাদে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে গ্লোবাল এন্ট্রিপ্রিনিউরশিপ সামিট (জিইএস)।

তাতে যোগ দিতে ভারত সফরে আসা ইভাঙ্কা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘সেপ্টেম্বরে নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সাধারণ সভা চলাকালীন আমি পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করার সুযোগ পাই। তাকে জানাই, ভারতের ইতিহাস ও সংস্কৃতির বিষয়ে দীর্ঘদিন ধরে আমার শ্রদ্ধা রয়েছে। আশা করি বিশেষত মহিলাদের বিষয়গুলিতে ভারত আরও এগিয়ে যাবে। এই কথোপকথনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে চালিয়ে যাওয়ার জন্য আমি মুখিয়ে রয়েছি। ভারতে এই সফর নিয়ে আমি উচ্ছ্বসিত। ভারতকে আরও ভালোভাবে জানতে খুব শিগগিরই আবার এখানে আসব বলে আশা রাখি।’

এই প্রথমবার জিইএস-এর অংশগ্রহণকারীদের মধ্যে ৫০ শতাংশ-ই মহিলা হওয়ার বিষয়টি তুলে ধরেন ইভাঙ্কা।

তিনি বলেন, ‘মহিলা উদ্যোক্তাদের শক্তিকরণের প্রয়োজনীয়তার কথা জিইএস ২০১৭-তে তুলে ধরাই হবে আমার প্রধান লক্ষ্য। মহিলারা ভালো কিছু করলে গোটা সম্প্রদায় ও দেশও সমৃদ্ধি লাভ করবে।’ সূত্র: এই সময়