বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০১৭ ইং ১৬ই অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

ইসরাইলেও হয় তাবলিগের মেহনত, আছে ২৪ মারকাজ

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ২৮, ২০১৭

---

সারা বিশ্বের মুসলমান যেনো ঈমান ও ইসলামের পথে চালিত হয় সে লক্ষ্যে কাজ করছে তাবলিগ জামাত। সব রকম প্রতিকূলতার মধ্যেই তারা কাজ করছেন পৃথিবীর নানা প্রান্তে।

ইসলাম ও মুসলমানের জন্য সবচেয়ে প্রতিকূল হিসেবে বিবেচিত ইসরাইলেও রয়েছে দাওয়াত তাবলিগের কাজ।

ইসরাইল সীমানার ভেতরে বাস করা মুসলমানরা যেনো তাদের দীন ও ধর্ম থেকে সরে না যায় এবং ইসলামি শিক্ষা ও সংস্কৃতি তাদের মধ্যে বিদ্যমান থাকে সে লক্ষ্যেই সেখানে কাজ করছেন তাবলিগের সাথীরা।

জানা যায়, সেখানে তাবলিগ জামাতের ২৪টি মারকাজ রয়েছে। ইসরাইলে তাবলিগ জামাতের মূল মারকাজের নাম ‘মসজিদে নূর’। এখান থেকেই পরিচালিত হয় অন্যান্য মারকাজগুলো।

ফিলিস্তিন ভূখণ্ডে ও ইসরাইলে বসবাসরত আরব মুসলিমদের নিয়ে বাৎসরিক একটি ইজতেমাও হয় সেখানে। ইজতেমা হয় মসজিদুল আকসায়। বছরের জুন থেকে জুলাই মাসে অনুষ্ঠিত হয় বাৎসরিক ইজতেমা।

তাবলিগি মেহনতের সঙ্গে দীর্ঘদিন জড়িত মুফতি মুহাম্মদ সালমান ইন্টারনেটে পাওয়া এ তথ্যের সত্যায়ন করে প্রতিবেদককে বলেন, ‘হ্যা, ইসরাইলের দখলকৃত ভূ-খণ্ডেও তাবলিগের মেহনত হয়। তবে অন্যান্য দেশের মতো স্বাধীনভাবে কাজ করার সুযোগ তারা পায় না। নানা ধরনের বিধি-নিষেধ মেনেই সেখানে কাজ করতে হয়।’

তিনি আরও বলেন, ‘আমি নিজে ফিলিস্তিনে সময় দিয়েছি।পরিস্থিতি স্বাভাবিক হলে মসজিদুল আকসায় প্রতি বুধবার গাশতও হয়।’