‘মোদীর চামড়া তুলে নেব’
AmaderBrahmanbaria.COM
নভেম্বর ২৮, ২০১৭
---
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চামড়া তুলে নেয়ার হুমকি দিয়েছেন লালু প্রসাদ যাদবের ছেলে তেজপ্রতাপ যাদব। গতকাল সোমবার বিহারের বিধানসভার শীতকালীন অধিবেশন শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের সামনে তিনি এই হুমকি দেন।
বাবা লালু প্রসাদের নিরাপত্তা ব্যবস্থা কমিয়ে দিয়েছে সরকার। এই কারণে এমন হুমকি দেয়া হয়। তেজপ্রতাপ বলেন, আমরা ভয় পাচ্ছি। ওরা আমার বাবাকে খুন করতে পারে। ঠিক যেমন গৌরী লঙ্কেশ এবং শাহাবুদ্দিনকে খুন হতে হয়েছিল। এমন কিছু ঘটলে তিনি প্রধানমন্ত্রী মোদী এবং নীতিশ কুমারকে দায়ী করবেন বলে জানান।
এরপরই তিনি প্রধানমন্ত্রী মোদীর চামড়া তুলে নেয়ার হুমকি দেন। প্রধানমন্ত্রী সম্পর্কে তেজপ্রতাপের এই মন্তব্যের নিন্দা করেছে বিজেপি। তেজপ্রতাপের বিরুদ্ধে পার্লামেন্ট স্ট্রিট পুলিশ থানায় এফআইআর করেন পশ্চিম দিল্লীর বিজেপি এমপি পরবেশ বর্মা। টাইমস অব ইন্ডিয়া।