বৃহস্পতিবার, ৩০শে নভেম্বর, ২০১৭ ইং ১৬ই অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

আগ্নেয়গিরি উদগিরণে বিপর্যস্ত বালি

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ২৮, ২০১৭

---

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের মাউন্ট অগাং আগ্নেয়গিরি থেকে গরম ধোঁয়া ও ছাইয়ের উদগিরণে পর্যটন শহরটির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা দ্বিতীয় দিনের মতো বিমানবন্দর বন্ধ ও সকল ফ্লাইট বাতিল করা হয়।

মাউন্ট অগাং এর আশেপাশের এলাকার ১০ হাজারেরও অধিক স্থানীয় অধিবাসীরা এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৫০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিশেষজ্ঞরা যেকোনো সময়ে অগ্ন্যুৎপাত শুরু হতে পারে বলে আশংকা প্রকাশ করেছে।

মঙ্গলবার পর্যন্ত ৪৪৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে যার ফলে ১লক্ষ ২০হাজারেরও বেশি যাত্রীরা দুর্ভোগের মুখে পড়েছে। বালি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অন্যতম সেরা পর্যটন কেন্দ্র যেখানে প্রতি বছর ১০ লক্ষেরও বেশি বিদেশি পর্যটক আসে।

১৯৬৩ সালে শেষবারের মতো মাউন্ট অগাং এ অগ্ন্যুৎপাত হয়। সে সময়ের ভয়াবহ দুর্যোগে ১৬’শ মানুষ নিহত হয়। ইন্দোনেশিয়ায় ১৩০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এএফপি