g সংসদ নির্বাচনে সেনা থাকছেই, বাদ ইভিএম : নির্বাচন কমিশন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ১৭ই নভেম্বর, ২০১৭ ইং ৩রা অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

সংসদ নির্বাচনে সেনা থাকছেই, বাদ ইভিএম : নির্বাচন কমিশন

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১৩, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : আগামী সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বাদ দিয়ে সেনা বাহিনী নামানো হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার বিকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার কয়েকটি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের প্রধান নির্বাচন কমিশনারসহ সবার অনুভূতি হচ্ছে যে, সেনা মোতায়েন হবে। তবে সেনাবাহিনীকে আমরা কীভাবে কাজে লাগাব, কী প্রক্রিয়ায় তারা যুক্ত হবে সেটা বলার সময় এখনও হয়নি। কমিশনে এ বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্তও হয়নি।’

তিনি আরও বলেন, ‘সময়ই বলে দেবে সেনা মোতায়েন কীভাবে হবে। সময়ের পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নেব। তবে আমরা কখনোই বলব না যে, সেনা মোতায়েন হবে না।’

ইভিএম মেশিনের বিষয়ে তিনি বলেন, ‘পুরাতন ইভিএম অকার্যকর ঘোষণা করা হয়েছে। কিছু ভাল আছে তবে সেগুলো দিয়ে রংপুর কিংবা অন্য জায়গায় দেখার চেষ্টা করছি ইভিএম কার্যকর করা যায় কি না। তবে এই নির্বাচনে ইভিএম ব্যবহার করতেই হবে এমন চিন্তা কমিশনের নেই।’