প্রধান বিচারপতির পদত্যাগে দেশের ক্ষতি হয়েছে : শাহদীন মালিক
---
নিজস্ব প্রতিনিধি : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার পদত্যাগে দেশের ক্ষতি হয়ে গেছে বলে মনে করেন বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক। আজ রোববার হাইকোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এস কে সিনহার পদত্যাগ বিচারবিভাগের জন্য দুঃখজনক উল্লেখ করে আইনজীবী শাহদীন মালিক বলেন, ‘সত্য মিথ্যা যাই হোক সারা দেশের লোক মনে করে এর পেছনে সরকারের একটি চাপ ছিল। এটা অবশ্যই নিঃসন্দেহে আদালতের ভাবমূর্তির জন্য, আদালতের প্রতি যে আমাদের আস্থা, জনগণের আস্থা, সেটার জন্য সাংঘাতিক ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতিটা যত তাড়াতাড়ি সম্ভব কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। আর কাটিয়ে ওঠার প্রথম পদক্ষেপ হবে জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া।’
আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এস কে সিনহার পদত্যাগের ঘটনাটিকে নজিরবিহীন বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি একজন প্রধান বিচারপতি করবেন, যারা নাকি আপিল ডিভিশনে আছেন তাঁদের মধ্য থেকে। একজনকে অ্যাপয়েন্টমেন্ট (নিয়োগ) দিবেন। এটার সময়সীমা নাই। তবে আমরা আশা করব যে খুব বিলম্ব করারও তো কোনো কারণ নেই।’
সুপ্রিম কোর্টে ভাস্কর্য স্থাপন, নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি নিয়ে সরকারের সাথে টানাপড়েনের মধ্যে ষোড়শ সংশোধনী মামলার রায়ের পর প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগের দাবি ওঠে সরকারের বিভিন্ন মহল থেকে। এমন সময় হঠাৎ এক মাসের ছুটি নিয়ে অস্ট্রেলিয়া চলে যান প্রধান বিচারপতি। দেশে ফিরে আবারও দায়িত্ব নেওয়ার ঘোষণা দিলেও মেয়াদ পূরণের ৮১ দিন আগেই পদত্যাগ করেন বাংলাদেশের ২১তম প্রধান বিচারপতি এস কে সিনহা।