ছবিকে ছবি হিসেবেই দেখি, ইতিহাস নিয়ে ভাবিত নই : নাকভি
---
বিনোদন ডেস্ক : ছবি দেখেন বিনোদন হিসেবে। ছবির ভিতরের ইতিহাস না ভূগোল নিয়ে মোটেও ভাবেন না।
পদ্মাবতী বিতর্ক ইস্যুকে সামনে রেখে বললেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি। পদ্মাবতী নিয়ে বিক্ষোভ চলছেই। গান্ধিনগর ও সুরাটের বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখায় রাজপুত সম্প্রদায়ের মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, ইতিহাস বিকৃত করা হয়েছে এই ছবিতে। সঞ্জয় লীলা বনশালি এনিয়ে সবাইকে আশ্বস্ত করলেও শুনতে নারাজ আন্দোলনকারীরা।
এরকম পরিস্থিতিতে ছবি নিয়ে মুখ খুললেন মুখতার আব্বাস নাকভি। তাঁর কথায়, ছবির যা ভালো লাগবে তা গ্রহণ করা উচিত। আর যা মনের মতো হবে না, তাকে বর্জন করলেই তো হলো। আমি এর পক্ষেও নই আবার বিরোধিতাও করব না।
আমি ছবিকে বিনোদন হিসেবেই দেখি। এর ভিতরে ইতিহাস বা ভূগোল খুঁজতে যাই না।
সেই শুটিংয়ের সময় থেকে বিতর্কে জড়িয়েছে পদ্মাবতী। বিক্ষুব্ধরা একাধিকবার হামলা চালিয়েছে পদ্মাবতীর সেটে। ছবিটি নিষেধাজ্ঞার আবেদনও জানিয়েছে একাধিক সংগঠন। আগামী পয়লা ডিসেম্বর দেশজুড়ে মুক্তি পাওয়ার কথা পদ্মাবতীর। মুক্তির দিন যত এগিয়ে আসছে ততই চড়ছে উত্তেজনার পারদ। এখন ছবিটি নির্বিঘ্নে মুক্তি পায় কিনা সেটাই দেখার।