g এস কে সিনহা পদত্যাগ করে নিজেকে রক্ষা করেছেন : স্বাস্থ্যমন্ত্রী | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ১৭ই নভেম্বর, ২০১৭ ইং ৩রা অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

এস কে সিনহা পদত্যাগ করে নিজেকে রক্ষা করেছেন : স্বাস্থ্যমন্ত্রী

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১৩, ২০১৭

---

মাদারীপুর প্রতিনিধি : প্রধান বিচারপতি এস কে সিনহা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে দাবি করেছেন ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, পদত্যাগ করে এস কে সিনহা বরঞ্চ নিজেকে রক্ষা করেছেন।

আজ রোববার বিকেলে মাদারীপুরের শিবচর উপজেলায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।

মন্ত্রী উপজেলার দত্তপাড়ায় ১০ শয্যা বিশিষ্ট চৌধুরী ফাতেমা বেগম মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র, ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন সন্নাসীরচরে ইলিয়াস আহম্মেদ চৌধুরী ট্রমা সেন্টার ও পৌর এলাকায় শেখ হাসিনা সড়ক সংলগ্ন শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধান বিচারপতি (এস কে সিনহা) বিদেশে থাকা অবস্থায় নিজের স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগের ব্যাপারে আমাদের কোনো উৎসাহও ছিল না, কোনো চাপও ছিল না। বিএনপি মিথ্যাচারে অভ্যস্থ, তারা মিথ্যাচার করছে। তাদের সংস্কৃতি হয়ে গেছে মিথ্যাচার করা। একজন বিদেশে বসে কিভাবে চাপের মুখে পদত্যাগ করতে পারে? বলেন। তিনি কানাডায় বসে চাপের মুখে পড়েছেন? তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পদত্যাগ করে বরঞ্চ তিনি নিজেকে রক্ষা করেছেন।’

স্বাস্থ্যমন্ত্রী একই দিন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণাও দেন। এ সময় জাসদের সাধারণ সম্পাদক সংসদ সদস্য শিরিন আখতার, আওয়ামী লীগের পার্লামেন্টারী পার্টির সেক্রেটারি ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী এমপি, জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সরোয়ার হোসেন, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মুনির চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান আহমেদ, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন, জাসদসহ ১৪ দলের মধ্যে কোনো টানাপড়েন নেই। টানাপড়েনের কোনো প্রশ্নই উঠে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ আছে।

বিএনপির সমাবেশ সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বিএনপির সমাবেশের মাধ্যমে তাদের চরিত্রে কোনো পরিবর্তন আসবে না। ওরা আবার মিথ্যাচার করবে। তাদের যদি সুবুদ্ধি উদয় হয় তাহলে নির্বাচনে আসুক। তারা খেলার মাঠে এসে খেলুক আমরা এটাই চাই।

এরপরে মন্ত্রী শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটক উদ্বোধন শেষে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এ সময় মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার বলেন, ১৪ দল একাট্টা হয়ে একযোগে এই সরকারকে নিয়ে এগিয়ে যাবে। কারণ যতক্ষণ জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, পাকিস্তানি ধারায় রাজনীতি, জামায়াত-শিবিরের ষড়যন্ত্র, বিএনপির ষড়যন্ত্র আছে ততক্ষণ পর্যন্ত ১৪ দলের এই ঐক্যকে চোখের মণির মতো আমাদের লালন করতে হবে।

সুপ্রিম কোর্টে ভাস্কর্য স্থাপন, নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি নিয়ে সরকারের সঙ্গে টানাপড়েনের মধ্যে ষোড়শ সংশোধনী মামলার রায়ের পর প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগের দাবি ওঠে সরকারের বিভিন্ন মহল থেকে। এমন সময় হঠাৎ এক মাসের ছুটি নিয়ে অস্ট্রেলিয়া চলে যান প্রধান বিচারপতি। দেশে ফিরে আবারও দায়িত্ব নেওয়ার ঘোষণা দিলেও মেয়াদ পূরণের ৮১ দিন আগেই পদত্যাগ করেন বাংলাদেশের ২১তম প্রধান বিচারপতি এস কে সিনহা।