g মাদ্রিদের পরিকল্পনা মানবে না কাতালোনিয়া | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ২৫শে অক্টোবর, ২০১৭ ইং ১০ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

মাদ্রিদের পরিকল্পনা মানবে না কাতালোনিয়া

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ২২, ২০১৭
news-image

---

আন্তর্জাতিক ডেস্ক :কাতালোনিয়ার নেতা কার্লোস পুজেমন বলেছেন, বার্সেলোনায় মাদ্রিদের নিয়ন্ত্রণ পরিকল্পনা তিনি মানবেন না। স্থানীয় সময় শনিবার রাতে ওই প্রতিক্রিয়া জানান পুজেমন।

১৯৩৯-১৯৭৫ সালে জেনারেল ফ্রাঙ্কোর স্বৈরশাসনের পর এটাকে কাতালোনিয়ার সংবিধান লঙ্ঘনের সবচেয়ে বাজে উদাহরণ হিসেবে অভিহিত করেন তিনি।

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় কাতালোনিয়ার সরকার বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে নতুন নির্বাচনের আগ পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রীরা ওই অঞ্চলের সরকারের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন। কাতালোনিয়ার স্বাধীনতা প্রশ্নে গণভোটের পর এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

পুজেমন এক প্রতিক্রিয়ায় বলেন, আলোচনার সব প্রস্তাব প্রত্যাখ্যানের পর স্পেন সরকার কাতালানের গণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রাজয়ের পরিকল্পনার প্রতিক্রিয়ায় কাতালান পার্লামেন্টে অধিবেশন ডাকবেন বলে জানিয়েছেন তিনি।

ইউরোপীয় নাগরিকদের প্রতি ইংরেজি ভাষায় আহ্বান জানিয়ে পুজেমন বলেন, ইউরোপীয় ইউনিয়ন মনে করছে, কাতালোনিয়া ঝুঁকির মধ্যে রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় কাতালোনিয়ার নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেয়ার পর ফের বিক্ষোভে নেমেছে লাখো জনতা। স্থানীয় সময় শনিবার কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় প্রায় চার লাখ ৫০ হাজার লোক বিক্ষোভে জড়ো হয়।

এ জাতীয় আরও খবর