g দুই দিন বৃষ্টি হয়েছে, জলাবদ্ধতা হতেই পারে : সাঈদ খোকন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ২৫শে অক্টোবর, ২০১৭ ইং ১০ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

দুই দিন বৃষ্টি হয়েছে, জলাবদ্ধতা হতেই পারে : সাঈদ খোকন

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ২২, ২০১৭
news-image

---

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ঢাকায় দুই দিনে ২৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে জলাবদ্ধতা হতেই পারে।

আজ রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি সরকারের বিভিন্ন পর্যায়ে ও বিভিন্ন সংস্থার মধ্যে বিরাজমান সমন্বয়হীনতার কথাও উল্লেখ করেন। এ ছাড়াও অতিবর্ষণজনিত জলাবদ্ধতার পেছনে ওয়াসার দায় আছে বলেও মনে করেন মেয়র খোকন।

সাঈদ খোকন বলেন, সিটি করপোরেশনের অন্য যেকোনো কাজের চেয়ে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। বর্তমানে উচ্চ আদালতের নির্দেশে সকাল ৭টা থেকে রাত ১০টার মধ্যে কোনো বর্জ্য অপসারণ কার্যক্রম আর পরিচালনা হয় না।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ওসমান গণির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক।

এ জাতীয় আরও খবর