হত্যার বিচার দাবিতে ছাত্রলীগের বিক্ষোভের মুখে ওবায়দুল কাদের
---
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগর ছাত্রলীগের বিক্ষোভের মুখে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চট্টগ্রামে দলীয় নেতা আতাউর রহমান খান কায়সারের স্মরণ সভায় এসে ছাত্রলীগের এ বিক্ষোভের মুখে সুদীপ্ত বিশ্বাসের হত্যাকারীদের গ্রেফতারের জন্য প্রশাসনকে নির্দেশ দিলেন তিনি।
আজ বিকালে নগরীর মুসলিম ইন্সটিটিউট মিলনায়তনে নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে ওবায়দুল কাদেরের নাম ঘোষণার পরপরই মঞ্চের সামনে ডানদিকে থাকা ছাত্রলীগের নেতা-কর্মীরা সুদীপ্ত হত্যার বিচার দাবিতে স্লোগান শুরু করে।
ওবায়দুল কাদের বক্তৃতার শুরুতে বলেন, যে বিষয়টা নিয়ে এখানে তোমরা স্লোগান দিচ্ছো। তোমাদের একটা আবেগ, সেন্টিমেন্ট আছে। কিন্তু মনে রাখতে হবে, এটা প্রয়াত নেতা শ্রদ্ধেয় আতাউর রহমান খান কায়সারের স্মরণ সভা। তোমাদের এনিয়ে কোনো কথা থাকলে আমার সাথে পরে কথা বলতে পারবে। এরপর সুদীপ্ত হত্যায় জড়িতদের গ্রেফতারের নির্দেশনা দিয়ে বক্তব্য দেন মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, আমি অলরেডি প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশের হেডকোয়ার্টার, চট্টগ্রামের পুলিশ কমিশনার, প্রশাসন সবাইকে বলেছি, যারাই হত্যাকারী হোক, গ্রেফতার করতে হবে। শাস্তি দিতে হবে। বিচারের সম্মুখীন করতে হবে। উপযুক্ত বিচার-শাস্তি হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না। স্বরণসভা শেষে দলীয় সাধারণ সম্পাদকের গাড়ির সামনে অবস্থান নিয়েও বিক্ষোভ দেখায় নগর ছাত্রলীগের নেতাকর্মীরা।
উত্তর জেলার সভাপতি নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, প্রয়াত আতাউর রহমান খান কায়সারের মেয়ে সাংসদ ওয়াসিকা আয়শা খান, দক্ষিণ জেলার সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, উত্তর জেলার সাধারণ সম্পাদক এম এ সালাম, কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।