যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় ঘূর্ণিঝড় ন্যাটের আঘাত, মধ্য আমেরিকায় নিহত ২৫
AmaderBrahmanbaria.COM
অক্টোবর ৮, ২০১৭

---
মধ্য আমেরিকার তিন দেশে তাণ্ডবের পর যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স সংলগ্ন মিসিসিপি নদীর বুকে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ন্যাটে। মার্কিন জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্রকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মধ্য আমেরিকায় এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত হয়েছেন ২৫ জন।
মধ্য আমেরিকার তিন দেশে তাণ্ডবের পর যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স সংলগ্ন মিসিসিপি নদীর বুকে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ন্যাটে। মার্কিন জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্রকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মধ্য আমেরিকায় এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত হয়েছেন ২৫ জন।
এর আগে ন্যাটের তাণ্ডবে মধ্য আমেরিকার তিন দেশে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিকারাগুয়ায় ১৩ জন, কোস্টারিকায় আটজন, হন্ডুরাসে তিনজন এবং এল সালভেদরের একজন রয়েছেন। এখনও নিখোঁজ রয়েছে অন্তত ২০ জন।
রোহিঙ্গা সংকট নিরসনে নিরাপত্তা পরিষদে ‘বিরল ঐকমত্য’