আমরা দ্বিতীয় ইনিংসে ৬০০ রান করতে পারি : লিটন দাস
---
স্পোর্টস ডেস্ক : ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ এখনো ৪১৯ রানে দক্ষিণ আফ্রিকার থেকে পিছিয়ে আছে বাংলাদেশ। তবে প্রথম ইনিংসে বাংলাদেশের একমাত্র সফল ব্যাটসম্যান লিটন দাস আশা রাখছেন, দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করানোর। বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসে ছয় শ রানও করা সম্ভব বলে মনে করেন তিনি। গতকাল শনিবার রাতে ব্লুমফন্টেইনে দ্বিতীয় দিনের খেলা শেষে এ আশার কথা শোনান লিটন দাস।
তিনি বলেন, ‘লক্ষ্য এখন অনেক বড়। আমরা অনেক ব্যাকফুটে। চেষ্টা করব যেন ভালো খেলা যায়। এমন কিছু তো হতেই পারে, এখান থেকে আমাদের কোনো ব্যাটসম্যান ২০০ মেরে দিতে পারে। কোনো কিছুই অসম্ভব না। আমরা দ্বিতীয় ইনিংসে ছয় শ-ও করতে পারি। তখন তারা আবার ব্যাটিংয়ে আসতে পারে।’
লিটন দাস বলেন, ‘এমন দিন যাবে তা তো কখনোই কেউ আশা করে না। আমরা ভালো দল, এর চেয়ে ভালো খেলতে পারি। কিন্তু ক্রিকেটে অনেক কিছুই হয়। এটা মেনে নিতে হবে আপনাকে। ‘
সরাসরি অজুহাত না দিলেও লিটন বলেন, ‘আপনাকেও বুঝতে হবে আমরা ১০ বছর পর এখানে এসেছি। এই কন্ডিশনে বা এই উইকেটে খেলে আমরা অভ্যস্ত না। অজুহাত দেখানো যদিও ঠিক না, আমাদের ভেতর এ রকম অনেক কিছুই কাজ করে। এর চেয়ে আমরা ভালো দল। হয়তো পরের ইনিংসে আমরা ভালো খেলব।’
প্রোটিয়াদের পৌনে ৬ শ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ১৪৭ রান তুলতেই গুটিয়ে যায় মুশফিক বাহিনী। এর মধ্যে লিটন দাসই ৭০ রান করেন। এ ছাড়া বাকি ব্যাটসম্যানদের মধ্যে কেউই অর্ধশতক রান করতে পারেনি। এমনকি এর আশপাশেও পৌঁছাতে পারেনি।