বিএসএফ‘র গুলিতে বাংলাদেশী নিহত

---
নিজস্ব প্রতিবেদক : শেরপুরের ঝিনাইগাতীর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসফ’র গুলিতে আশরাফ আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
আশরাফ আলী উপজেলার পাইকুড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। পেশায় একজন গার্মেন্টস কর্মী।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ছুটিতে এসে ৪ অক্টোবর বুধবার বিকেলে সে নকশি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে সে বড় গজনী এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের ১১০১ নং পিলারের কাছে কাঁটাতারের বেড়া সংলগ্ন নোম্যান্স লান্ডে গেলে বিএসএফ তার ওপর গুলি চালালে আশরাফ আলী বুধবার সন্ধ্যায় নিহত হয় এবং পরে বিএসএফ লাশ নিয়ে যায়।
নিহত আশরাফ আলীর লাশ বর্তমানে ভারতের কুচাদাগ্রি বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে। পরে বৃহস্পতিবার বিজিবিকে বিষয়টি অবহিত করলে নকশি সীমান্ত ফাঁড়ির বিজিবি’র পক্ষ থেকে তাৎক্ষনিক পতাকা বৈঠকের আয়োজন করা হয়।
নকশি সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার মো. নুরুল ইসলাম বলেন, পতাকা বৈঠকে আশরাফ আলীর বিষয়ে নিশ্চিত হওয়া গেলেও সে কিভাবে নিহত হয়েছে এ ব্যাপারে বিএসএফ’র পক্ষ থেকে কিছু বলা হয়নি।
আজ শুক্রবার সকালে পতাকা বৈঠকের মাধ্যমে আশরাফ আলীর লাশ বিএসএফ ফেরত দিবে বলে বিজিবি’র ওই কোম্পনী কমান্ডার জানান।
এদিকে ঝিনাইগাতী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন জানান, ওই যুবক গজনী সীমান্তে বেড়াতে গেলে বিএসএফের গুলিতে মারা গেছে বলে তিনি শুনেছেন।


যশোরে চাকরি মেলায় প্রার্থীদের ঢল
বিয়ে করেই ছাড়ল প্রেমিকের বাড়িতে অনসনে থাকা প্রেমিকা
রোহিঙ্গা নবজাতকের নাম রাখা হল শেখ মুজিবুর রহমান



রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৫০ সন্দেহভাজন আটক
শেরপুরে পুলিশি পাহারায় সেই যুবকের সৎকার সম্পন্ন
রংপুরবাসীর জন্য শনিবার থেকে স্মার্ট কার্ড
হোমনায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে হালিম লিয়াকত স্মৃতি পরিষদের সনদ ও পুরষ্কার বিতরণ