g ‘মাশরাফি ভাই চলে এসেছেন, এবার ঘুরে দাঁড়াব’ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ১৯শে অক্টোবর, ২০১৭ ইং ৪ঠা কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

‘মাশরাফি ভাই চলে এসেছেন, এবার ঘুরে দাঁড়াব’

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ৮, ২০১৭
news-image

---

 

স্পোর্টস ডেস্ক :পচেফস্ট্রুমের চেয়েও ব্লুমফন্টেইনে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। ৩৩৩ রানের হার প্রথম টেস্টে, দ্বিতীয় টেস্টে ইনিংস ও ২৫৪ রানের হার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন পারফরম্যান্সে চরম হতাশ অধিনায়ক মুশফিকুর রহিম। তবে রঙিন পোশাকে আশাবাদী তিনি। আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কথা মনে করিয়ে দিলেন। জানালেন, মাশরাফির নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল।

 

রোববার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘ওয়ানডেতে সাকিব-তামিম খেলবে। তাছাড়া ওয়ানডে অধিনায়ক মাশরাফি ভাই চলে এসেছেন, এবার আমরা ওয়ানডেতে ঘুরে দাঁড়াব।’ মুশফিকের কথায় বুঝতে বাকি থাকে না মাশরাফি বিন মুর্তজা দলের ক্রিকেটারদের কাছে কতটা ভরসার জায়গা।
তবে টেস্ট নিয়ে নিজের হতাশা আটকে রাখেননি মুশফিক। বলেছেন, ‘এরকম প্রত্যাশা করিনি। এমন হার হতাশার। উন্নতির অনেক জায়গা আছে। বিদেশে কিভাবে ভাল করা যায় সেটি আমাদের শিখতে হবে। লিটনের পারফরম্যান্সে আমি খুশি। ক্যারিয়ারের শুরুতে তাকে খুব সংগ্রাম করতে হয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘এখানে আমরা অনেক কিছুই শিখেছি। যা ভবিষ্যতে ক্রিকেটাররা কাজে লাগাবে বলে আশা করি। আমাদের দলের সেরা দুই ক্রিকেটার খেলতে পারেনি; যারা এক দশক ধরে বাংলাদেশ দলে ধারাবাহিকভাবে খেলে যাচ্ছে।’
টসে হেরে আগে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে চার উইকেটে ৫৭৩ রান তোলে। জবাবে সবকটি উইকেট হারিয়ে ১৪৭ রান তুলতে সমর্থ হয় মুশফিকবাহিনী। ৪২৬ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়ে আবারও ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যর্থতার ধারাবাহিকতা বজায় থাকে এবারও। দ্বিতীয় ইনিংসে ১৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ফলাফল, ইনিংস ও ২৫৪ রানের ব্যবধানে টেস্ট সিরিজ শেষ।

এ জাতীয় আরও খবর