ভারতের সঙ্গে ৩৬ হাজার কোটি টাকার ঋণ চুক্তি সই
AmaderBrahmanbaria.COM
অক্টোবর ৪, ২০১৭
---
বাংলাদেশকে ৪৫০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ হাজার কোটি টাকা) ঋণ দেবে ভারত। এটি ভারতের লাইন অব ক্রেডিট (এলওসি) নামে পরিচিত। এর আগেও এলওসির আওতায় দুইবার ঋণ দিয়েছে ভারত। এটি হবে তৃতীয় ঋণ।
আজ বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির সচিব কাজী শফিকুল আযম ও ভারতের পক্ষে এক্সিম ব্যাংক অব ইন্ডিয়ার এমডি এ চুক্তিতে স্বাক্ষর করেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।






রোহিঙ্গা সঙ্কট নিরসনে শেখ হাসিনার ৬ প্রস্তাব

রোহিঙ্গা মিয়ানমারের নিজস্ব সমস্যা, নাক গলালে ঝামেলা : রাশিয়া
রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাচ্ছেন সব দেশের কূটনৈতিক ও রাষ্ট্রদূতরা

বাংলাদেশ সর্বাধিক আশ্রয়দাতা দেশ : ৭ দেশে আশ্রয় নিয়েছে ১২ লক্ষাধিক রোহিঙ্গা