আগ্রাসী মেঘনার কবলে সর্বহারা হাজারো মানুষ
---
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া মেঘনা নদীর ভাঙ্গন তীব্র আকার ধারন করেছে। নদীতে বিলীন হয়ে যাচ্ছে বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠানসহ নানা অবকাঠামো। শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে হাজারো মানুষ।
গেল কয়েকদিন ধরেই আগ্রাসী মেঘনার ভাঙ্গনে বিলীন হচ্ছে নদীর পূর্ব পাশের জনপদ।সবচেয়ে বেশি ক্ষতিগস্ত পানিশ্বর গ্রামের বাসিন্দারা। স্থানীয়রা জানান, ভাঙ্গন আর তীব্র স্রোতে নদীতে এরই মধ্যে বিলীন হয়েছে এক কিলোমিটার এলাকা। বসতঘর হারিয়েছে হাজারো মানুষ। শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়েছে বহু পরিবার।
সাপ্তাহ ব্যবধানে নদীতে বিলীন হয়েছে ছোট-বড় ১২ টি চালের কলও।বেকার হয়ে পড়ছেন অনেক শ্রমিক। বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হয়েছেন মিল মালিকরা। নদীটি রক্ষায় পানি উন্নয়ন বোর্ডকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহবান স্থানীয় সাংসদ সদস্য জিয়াউল হক মৃধার।
স্থানীয়দের দাবী মেঘনার ভাঙ্গনের নিঃস্ব পরিবারগুলোর পুণঃবাসনের যথাযথ পদক্ষেপ নেওয়ার।