g সউদি আরবে চাকরির শর্ত : ”দাঁড়ি কামিয়ে এসো” ! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০১৭ ইং ৯ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

সউদি আরবে চাকরির শর্ত : ”দাঁড়ি কামিয়ে এসো” !

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ২২, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক :ইউরোপ-আমেরিকা নয়, চীন বা ভারতও নয়, ইসলাম ধর্মের পূণ্যভূমিরূপে খ্যাত সউদি আরবে এক চাকরিপ্রার্থীকে সাফ বলে দেয়া হয়েছে, আগে দাঁড়ি কামিয়ে এসো, তারপর চাকরিতে যোগ দাও।

সউদি আরবের ইংরেজি দৈনিক পত্রিকা সউদি গেজেট বৃহস্পতিবার এখবর দিয়েছে।

খবরে বলা হয়, ঘটনার শিকার তরুণের নাম আহমেদ আলী আল-কাবি। একজন আরব মালিকের একটি হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। প্রত্যাখ্যাত তরুণ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তুমুল আলোড়ন সৃষ্টি হয়। এক পর্যায়ে টেকনিক্যাল ভোকেশনাল ট্রেইনিং কর্পোরেশনের গভর্নর আহমেদ আল-ফিহাইদ এতে হস্তক্ষেপ করেন এবং তদন্তের আদেশ দেন।

জাযান শ্রম দফতরও পৃথকভাবে তদন্ত শুরু করেছে।

ঘটনার শিকার তরুণ আহমেদ আলী আল-কাবি বলেন, আল্লাহর কসম ! ওই প্রতিষ্ঠানের একজন আরব এমপ্লয়ী আমাকে বলেছে, দাঁড়ি কেটে এসো, তোমার চাকরি হবে।

তিনি আরো বলেন, ঘটনা নিয়ে হৈ চৈ শুরু হলে মালিকপক্ষ তাদের ভুল বুঝতে পেরে আমাকে ডেকে নেয় এবং চাকরিতে যোগ দিতে বলে। কিন্তু আমি তাদের কথায় রাজি হতে পারলাম না। আমি ওই এমপ্লয়ীর শাস্তি চাই, যে কিনা সউদি তরুণদের তাদের ধর্মীয় নিয়ম ছেড়ে দিতে বলে।

আল-কাবি বলেন, শুধু আমি নই, আরো অনেকেই এখানে চাকরি চাইতে এসে এরকম ঘটনার শিকার হয়েছে।

এ জাতীয় আরও খবর