নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ২৫ সেপ্টেম্বর
AmaderBrahmanbaria.COM
আগস্ট ১৬, ২০১৭
---
নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
খালেদার আইনজীবীদের সময়ের আবেদন মঞ্চুর করে বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর ভারপ্রাপ্ত বিচারক মাহমুদুল হাসান এদিন ধার্য করেন।
মামলার নথি সূত্রে জানা যায়, সেনা নিয়ন্ত্রিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা গ্রেফতার হওয়ার পর ২০০৭ সালের ৯ ডিসেম্বরে রাজধানীর তেজগাঁও থানায় এই মামলাটি করে দুদক। পরের বছরের ৫ মে খালেদাসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। যাতে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।



সাংবাদিকদের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন আইন করা হবে না : আইনমন্ত্রী
এখনো ভিসা হয়নি ৫২ হাজার হজ যাত্রীর

সিটিসেলের পরিচালক মোরশেদ খানসহ আটজনের বিরুদ্ধে পাঁচ মামলা