সৌদি আরবে ৩১ হাজির মৃত্যু
---
সৌদি আরবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজে যোগ দিতে হাজিরা পৌঁছাচ্ছেন। এরই মধ্যে রোববার পর্যন্ত ৩১ জন হাজি মারা গেছে। তবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। সৌদি কর্তৃপক্ষ কোন কোন দেশের হাজি মারা গেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে নিহতদের সকলেই বিদেশি নাগরিক।
গত ১২ আগস্ট পর্যন্ত সৌদি আরবে বিভিন্ন দেশ থেকে ৬ লাখ ২০ হাজার হাজি পৌঁছেছেন। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে কুড়ি লক্ষাধিক হাজি হজে অংশ নেন।
বিভিন্ন সময় সৌদি আরবে হজের সময় দুর্ঘটনা, ভিড়ে পদদলিত হয়ে ও বয়সজনিত রোগে অনেক হাজি মারা যান। হজের ব্যবস্থাপনায় কাতারের তরফ থেকে সম্প্রতি আন্তর্জাতিক ব্যবস্থাপনার কথা বলা হলেও সৌদি আরবের নেতারা বিষয়টিকে দেশটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলে মন্তব্য করেন। সৌদি জোটের নেতৃত্বে কয়েকটি আরব দেশ কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে। ইয়েনি সাফাক