g বৃষ্টিতে ভিজে ত্রাণমন্ত্রীর মাছ শিকার | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বুধবার, ১৬ই আগস্ট, ২০১৭ ইং ১লা ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

বৃষ্টিতে ভিজে ত্রাণমন্ত্রীর মাছ শিকার

AmaderBrahmanbaria.COM
আগস্ট ১৩, ২০১৭

---

চাঁদপুর প্রতিনিধি : বৃষ্টিতে ভিজে নিজ পুকুরে জাল দিয়ে মাছ শিকার করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। শুক্রবার (১০ আগস্ট) দুপুরে শৈশবের স্মৃতিকে স্মরণ করে বৃষ্টিতে ভিজে পরিবারের সদস্যদের সাথে নিয়ে জাল দিয়ে মাছ ধরেন তিনি।

হঠাৎ করেই ত্রাণমন্ত্রী জাল নিয়ে মাছ ধরতে মতলব উত্তর উপজেলার মোহনপুরের গ্রামের বাড়ির পুকুরে নেমে পড়েন। এ সময় মন্ত্রীর নিকটাত্মীয়রা ছাড়াও অনেক নেতাকর্মী এ দৃশ্য উপভোগ করেন।

স্থানীয়রা জানান, মন্ত্রীর জাল দিয়ে মাছ ধরার ধরন ছিল একজন অভিজ্ঞতাসম্পন্ন মানুষের মতো। মনেই হয়নি তিনি দীর্ঘদিন পর মাছ ধরতে নেমেছেন।

গ্রামীণ জনপদে এমন দৃশ্য দেখতে পুকুরপাড়ে মানুষের ভিড় জমে উঠেছিল। এ সময় গ্রামে বয়োবৃদ্ধ অনেকেই মন্ত্রীকে উৎসাহিত করেন।

উপস্থিত নেতাকর্মীদের মধ্যে অনেকেই দৃশ্যটি উপভোগের পাশাপাশি তাদের মুঠোফোনের ক্যামেরায় ধারণ করেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও মন্ত্রীর মাছ শিকারের ছবি শেয়ার করেন।

মন্ত্রীর গণসংযোগ কর্মকর্তা দেওয়ান মো. ওমর ফারুক জানান, নিজের নির্বাচনী এলাকায় এলে মন্ত্রী সাধারণ মানুষের বেশেই থাকেন এবং সাধারণ মানুষ হিসেবে চলাফেরা করেন। যার কারণে নির্বাচনী এলাকার সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়।

এ জাতীয় আরও খবর