আরেকটা বড় হার দেখছে শ্রীলঙ্কা
---
স্পোর্টস ডেস্ক : আরেকটা শোচনীয় হারের সামনে স্বাগতিক শ্রীলঙ্কা।মাত্র দ্বিতীয় দিনেই জয়ের সুবাস পাচ্ছে ভারত। প্রথম ইনিংসে ভারত করেছিল ৪৮৭।
জবাবে ভারতের বোলিংয়ের সামনে প্রথম ইনিংসে দাঁড়াতেই পারল না শ্রীলঙ্কা। তাসের ঘরের মতো ভেঙে পড়ল চান্দিমলদের ব্যাটিং। ১৩৫ রানে গুটিয়ে গেল তারা। ৪০ রান দিয়ে ৪ উইকেট নিলেন কুলদীপ যাদব। শ্রীলঙ্কাকে অল্প রানে আটকে দেওয়ার পর ফলো অন করালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এক উইকেটে ১৯ রান তুলেছে লঙ্কানরা। এখনও ৩৩৩ রানে পিছিয়ে স্বাগতিকরা।
শনিবার দারুণ সূচনা করেছিলেন ভারতের দুই ওপেনার। কে এল রাহুল ও শিখর ধবন ঝড়ের গতিতে রান তুলছিলেন। দুজনের যুগলবন্দিতে ওঠে ১৮৮ রান। শতরান করেন ধবন। তারপর থেকে কোনও ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। একের পর এক উইকেট পড়তে থাকে। রবিবার সকালে শুরুতেই আউট হয়ে যান ঋদ্ধিমান সাহা। তবে চারশো রানের মধ্যে ভারতকে আটকে রাখতে পারেনি শ্রীলঙ্কা। হার্দিক পাণ্ডিয়া টিটোয়েন্টির গতিতে সেঞ্চুরি করেন। ৯৬ বলে ১০৮ করে আউট হন হার্দিক। প্রথম ইনিংসে ভারত ৪৮৭ রানের বিশাল রান খাঁড়া করে।
শ্রীলঙ্কার দুই ওপেনারকে চটজলদি ফিরিয়ে শুরুতেই ধাক্কা দেন মহম্মদ সামি। সেই ধাক্কা থেকে বেরোতে পারেননি লঙ্কার ব্যাটসম্যানরা। ৪৮ রান করেন দীনেশ চান্ডিমল। কুলদীপ যাদব তুলে নেন ৪ উইকেট। সামি ও অশ্বিন নেন দুটি করে উইকেট।