তানভীর এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন
---
ম.আমজাদ চৌধুরী রুনু , ব্রাহ্মণবাড়িয়া থেকে : গতকাল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ সর্বস্তরের মানুষের মানববন্ধন চিনাইর রেলগেইট সংলগ্ন সড়কে অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচি চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের অধ্যক্ষ মকবুল আহমেদ এর সভাপতিত্বে কবি মুহিবুর রহীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপা-অধ্যক্ষ এ.কে.এম শিবলী, চিনাইর আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন সহ- কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ছাএ- ছাএী বৃন্দ।
চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের মেধাবী ছাত্রী “সোনিয়া আকতার” এর উপর বর্বরোচিত ও নৃশংস হামলাকারী বখাটে “তানভীর” এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
উল্লেখ্য, গত ৮ জুলাই শনিবার বিকেল সাড়ে ৩ টায় পরিবারের মতামতের বিরুদ্ধে প্রেমিকের বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় পৌর এলাকার কালীবাড়ি মোড়ে জে.এন. ডেন্টাল পয়েন্টে কর্মরত চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের সমাজবিজ্ঞান (সম্মান) ২য়বর্ষের শিক্ষার্থী প্রেমিকা সোনিয়া আক্তার (২২) কে ছুরিকাঘাত করেন বখাটে যুবক তানভীর।