ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ ছাত্রীকে ছুরিকাঘাত :বখাটে তানভীরের আত্মসমর্পণ
---
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সোনিয়া আক্তার (২২) নামের কলেজছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত বখাটে তানভীর (২৪) অাদালতে আত্মসমর্পণ করেছে।
মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর বিচারিক আদালতে আত্মসমপর্ণ করলেও বিষয়টি গতকাল বুধবার দুপুরে বিষয়টি জানাজানি হয়।
ব্রাহ্মণবাড়িয়ার আদালত পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. মাহবুবুর রহমান জানান, তানভীর আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, কলেজছাত্রী সোনিয়াকে ছুরিকাঘাতের ঘটনায় তার বাবা মলাই মিয়া বাদী হয়ে বখাটে তানভীরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। সোনিয়াকে ছুরিকাঘাতের পর থেকেই পুলিশ তানভীরকে গ্রেফতারের চেষ্টা করছিল। সে আদালতে আত্মসমর্পণ করেছে বলে আমরা শুনেছি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হচ্ছে।
প্রসঙ্গত, এর আগে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত শনিবার (০৮ জুলাই) বিকেলে শহরের কালীবাড়ি মোড়ে এস জে ডেন্টাল পয়েন্ট নামে এক চিকিৎসালয়ে সোনিয়াকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে বখাটে তানভীর। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোনিয়া সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। সে লেখাপড়ার পাশাপাশি ডেন্টাল পয়েন্টে চাকরি করত।