সোমবার, ১০ই জুলাই, ২০১৭ ইং ২৬শে আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে, আহত ২০

AmaderBrahmanbaria.COM
জুলাই ৯, ২০১৭

---

 

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়া এলাকার মেডলার অ্যাপারেলস নামের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার রাত ৯টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকার মেডলার অ্যাপারেলস কারখানাটিতে এ আগুন লাগার ঘটনা ঘটে।

আগুন লাগার পর কারখানাটি থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত ২০ জন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আগুন নিয়ন্ত্রণে আশুলিয়া, সাভার ও টঙ্গির ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করেছে। এর মধ্যে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের ছয়টি এবং সাভার ও টঙ্গি ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট রয়েছে।

গার্মেন্টস শ্রমিকরা জানায়, রাতে মেডলার অ্যাপারেলস কারখানার আটতলা ভবনটির দোতলা ফ্লোরে আগুন লাগে। এসময় কারখানাটিতে প্রায় দুই হাজার ৫০০ শ্রমিক কাজ করছিলেন। আগুন লাগার খবরে তাড়াহুড়া করে নামতে গিয়ে অন্তত ২০ জন শ্রমিক গুরুতর আহত হয়েছে। পরে কারখানা কতৃপক্ষ আহত শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু কেন্দ্রে ভর্তি করে। এছাড়া আগুনে দগ্ধ হয়েছে এক শ্রমিক।

আগুন লাগার পর ছুটি ঘোষণা করা হয়েছে ওই এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানা।

এঘটনায় নিরাপত্তার স্বার্থে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে যানচলাচল বন্ধ রাখা হয়। এ সময় চরম দুর্ভোগে পড়ে বাস যাত্রীরা।

কিভাবে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল হামিদ।

এ জাতীয় আরও খবর