ফরহাদ মজহার ইস্যুতে সরকারকে হেফাজতে ইসলামের ধন্যবাদ
---
নিজস্ব প্রতিবেদক : কবি, প্রাবন্ধিক ফরহাদ মজহারকে উদ্ধারে ভূমিকা রাখায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসাকেন্দ্রিক সংগঠনটির চার নেতা বুধবার এক বিবৃতিতে আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিবৃতিদাতারা হলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র নায়েবে আমির মুহিবুল্লাহ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হাকিম, মুফতি ফয়জুল্লাহ ও মুঈনুদ্দিন রুহী।
বিবৃতিতে বলা হয়, দেশের এক নগণ্য নাগরিক ফরহাদ মজহারের জীবন রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী যে ভূমিকা রেখেছেন, এটা অবশ্যই প্রশংসনীয় এবং তাতে জনপ্রত্যাশার প্রতিফলন হয়েছে।
গত সোমবার ভোর রাতে রাজধানীর শ্যামলীর রিং রোড ১ নম্বর হক গার্ডেনের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ফরহাদ মজহার। তার ফোন থেকে মুক্তিপণের জন্য টাকা চাওয়া হয় বলে অভিযোগ ওঠে। ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আক্তার আদাবর থানায় লিখিত অভিযোগ করার পর পুলিশ ও র্যাব অনুসন্ধান শুরু করে। পরে যশোর থেকে ফরহাদ মজহারকে উদ্ধার করা হয়।