এনটিভির প্রতিষাঠাবার্ষিকী পালিত
---
বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে এনটিভির প্রতিষাঠাবার্ষিকী পালিত হয়েছে। এনটিভির ১৫ বছরে পদার্পন উপলক্ষে গতকাল সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, বলেন এনটিভি সময়ের সাথে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাচ্ছে তিনি এনটিভির আগামী দিনে পথচলা আরো সুন্দর কামনা করেন এবং এলাকার সমস্যা সম্ভাবনা পাশাপাশি উন্নয়নমূলক কাজে আরো বেশি করে তুলে ধরার আহবান জানান। সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.এস.এম শফিকুল্লাহ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম(বার), পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, জেলা বিএমএ র সাধারণ সম্পাদক ডা. মো: আবু সাঈদ, প্রেস ক্লাব সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এনটিভির ব্রাহ্মণবাড়িয়াস্থ স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপু।
প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমিন শাহীনের সঞ্চালনায় এতে অন্যন্যাদের মধ্যে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি,সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাবেক সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন জামি ও আ.ফ.ম কাউসার এমরান, জেলা নাগরিক ফোরামের সভাপতি পিযুষ কান্তি আচার্য, জেলা নাগরিক ফোরামের সাধারন সম্পাদক রতন কান্তি দত্ত, পৌর কাউন্সিলার মিজান আনছারি, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোরায়রা, ওয়ার্কাস পাটির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মো: নুজরুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এফ আই ফারুক বেপারী । পবিত্র কোরান থেকে তেলোয়াত করেন হাজী মো:জালাল হোসেন। পরে অতিথিবৃন্দ জন্মদিনের কেক কাটেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার ব্যাক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে সরকারী মহিলা কলেজ চত্বর থেকে একটি বনাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে এতে সরকারী কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শিক্ষাবিদ মুক্তিযুদ্ধা সহ নানা শ্রেনীর পেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেয়।